নাটোরের লালপুরে ধর্ষণের দায়ে রাজা হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এই আদেশ দেন।
রাজা উপজেলা ধনঞ্জয়পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই নাবালিকা (১৩) রাজশাহী থেকে ট্রেনযোগে সকাল ১০টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এসে নামে।এসময় রাজা ভিকটিমকে বাড়ীতে নিয়ে যাওয়ার নামে উপজেলার মাধবপুর নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে একটি আখের জমিতে তাকে ধর্ষণ করে। পরে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমকে তার চাচার বাড়ীতে রেখে যায়। বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানালে ওই বছরের ৫ জুলাই তার চাচী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম