বরিশাল নগরীর রূপাতলী এলাকায় যৌতুক না পেয়ে চার তলা ভবনের ছাদ থেকে ফেলে কিশোরী গৃহবধূ হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হত্যা চেষ্টার শিকার জান্নাতুল ফেরদৌসির বাবা মো. রিপন হাওলাদার, ফুফা আব্দুর রাজ্জাক মিয়া, চাচা রাকিব হাওলাদার ও ভগ্নিপতি রুহুল আমিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর রূপাতলী হাউজিংয়ের ভাড়া বাসার ৪ তলার ছাদ থেকে জান্নাতুলকে ফেলে দেয় স্বামী ও তার স্বজনরা। এ ঘটনায় জান্নাতুলের বাবা রিপন হাওলাদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জান্নাতুলের স্বামী রাকিব হোসেনকে পুলিশ গ্রেফতার করে। বক্তারা গ্রেফতার রাকিব এবং তার অন্য সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে অভিযুক্ত স্বামী রাকিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। রাকিবকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। কিশোরী মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সুস্থ হলে তার জবানবন্দি নিয়ে মামলার অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আমানুল্লাহ আল বারী।
বিডি প্রতিদিন/নাজমুল