মানিকগঞ্জের ঘিওরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম মানিকগঞ্জের সিংগাইরের গাড়াদিয়া এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে। অপহৃত স্কুলছাত্রীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। সে উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার দুপুরে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।পুলিশ জানায়, চলিত বছরের ১৬ মার্চ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেন স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৮ দিনেও সন্ধান না পেয়ে গত ২ এপ্রিল ঘিওর থানায় ওই স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ত্রিশাল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা এবং অপহরণের অভিযোগে মো. রবিউল ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করে মানিকগঞ্জের ডিবি পুলিশের একটি দল।
ডিবির ওসি মো. আবুল কালাম বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং জবানবন্দির জন্য ওই স্কুলছাত্রীকে আদালতে প্রেরণ করা হবে। একই সঙ্গে অভিযুক্ত কিশোরকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল