বগুড়ায় অনুমোদনহীন ও নকল কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুই ব্যসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সোমবার বেলা ১২টায় শহরের নিউ মার্কেট শাহ বিপনি ও চুড়ি পট্টি মা স্টোরকে এই জরিমানা করে ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পবিত্র ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে কসমেটিকসের দোকনগুলোতে অভিযান চালানো হয়। এসময় নিউমার্কেটের শাহ বিপনিকে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টিতে মা স্টোরকে নকল কসমেটিকস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির স্বত্তাধীকারি জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম