নাটোরের সিংড়ায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যায় প্রকৃতির মাঝে কলাপাতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চলনবিল গেট এলাকায় সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলামের আদর্শ ফল বাগানে এই কর্মসূচি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) আকতারুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, পানাসি কর্মকর্তা শাহ কিবরিয়া মাহবুব তন্ময়, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পরিবেশকর্মী হাসান ইমাম, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক হাসিবুল হাসান শিমুল প্রমুখ।
কর্মসূচিতে নাগলিঙ্গম, কাজু বাদাম, গৌরমতি, হাড়িভাঙা, বাড়ি-৪, ব্যানানা মাংগ্যো, বারোমাসি কাটিমন আমসহ বিভিন্ন প্রজাতির ১৫টি বৃক্ষ রোপণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল