৪ এপ্রিল, ২০২৩ ১৫:৩৮

রাজশাহীতে দায়িত্ব নিলেন নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দায়িত্ব নিলেন নতুন জেলা প্রশাসক

বিদায়ী জেলা প্রশাসক আবদুল জলিলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শামীম আহমেদ

রাজশাহীর জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন শামীম আহমেদ। মঙ্গলবার সকালে বিদায়ী জেলা প্রশাসক আবদুল জলিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ বিষয়ে বিশেষ প্রকাশনা ‘বদলে যাওয়ার গল্প’ হস্তান্তর করা হয়। 

গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আবদুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব এবং নাটোর জেলা প্রশাসককে রাজশাহী জেলা প্রশাসক হিসাবে নিয়োগের আদেশ দেওয়া হয়। বিসিএস প্রশাসনের ২৪তম ব্যাচের কর্মকর্তা শামীম আহমেদ এর আগে নাটোরের জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ জেলার সব উপজেলা প্রশাসনের ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর