খাগড়াছড়ির দীঘিনালা থানা বাজারে আগুনে স্বর্ণের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ভুক্তভোগীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে দীঘিনালা থানা বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বিডি প্রতিদিন/এমআই