দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোর পাশে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইনের রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
মঙ্গলবার দুপুরে তিনি রিসিপ্ট টার্মিনালের যান্ত্রিক দিক, প্ল্যাম্বিং সাইট ও ইলেকট্রিক্যাল বিষয়াদিসহ নির্মাণাধীন ট্যাংকগুলো পরিদর্শন করেন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার জানান, চার দিনব্যাপী উত্তরাঞ্চলের বিভিন্ন স্থাপনা ও বন্দর পরিদর্শনের অংশ হিসেবে পার্বতীপুরে নির্মিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন রিসিপ্ট টার্মিনাল পরিদর্শনে এসেছি। ইতোমধ্যে ভারতের শিলীগুড়ি নুমালিগড় রিফাইনারি টার্মিনাল থেকে প্রায় সাড়ে ২৩ লাখ ডিজেল পাঠানো হয়েছে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে যা পূর্বেকার রেলহেড ডিপোতে মজুদ রয়েছে।
পরিদর্শকালে তার সাথে ছিলেন তাঁর সহধর্মীনিসহ প্রকল্পের পিডি টিপু সুলতান, পার্বতীপুর রেলহেড ডিপোর পদ্মার ইনচার্জ আখের আলী, মেঘনা পেট্রোলিয়ামের ইনচার্জ রবিউল আলম, যমুনা পেট্রোলিয়ামের ইনচার্জ আহসান দীন জামান তমাল, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সহ সাধারণ সম্পাদক রজব আলী সরকার, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, জিআরপি থানার ওসি এ কে এম নুরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,গত ১৮ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইনের রিসিপ্ট টার্মিনালটি উদ্বোধন করেন। ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুরে ডিজেল আসতে শুরু করায় উত্তরাঞ্চলের প্রয়োজনীয় ডিজেল তেলের আপদকালীন দূর হবে এবং কৃষকদের হতাশা কেটে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল