ভোলায় তৃণমূল কৃষকদের উন্নয়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় কৃষাণ-কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান ওয়ারেসুল কবীর। ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম. শাহাবুদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর ভেদুরিয়া ইউনিয়নের সিআইজি সভাপতি মো. বশির উল্লাহ, কৃষক মো. কামাল উদ্দিন। সমাবেশে শতাধিক কৃষক- কৃষাণী সমাবেশে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল