বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকায় নিখোঁজের ২ দিন পর ধান ক্ষেত থেকে হেমন্ত লাল হালদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় বরাকোঠা হরিমার্কেট সংলগ্ন সুভাষ হাওলাদারের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হেমন্ত লাল ওই এলাকার প্রয়াত হরেন্দ্র নাথ হালদারের ছেলে ছিল।
পরিবারিক সূত্র জানায়, গত ৩ এপ্রিল দুপুরের পর নিখোঁজ হয় হেমন্ত লাল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে ওই গ্রামের সুভাষ হালদার তার খান ক্ষেতে গেলে সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, পুলিশের ধারনা ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। গলায় কেটে যাওয়া স্থানে পঁচন ধরেছে। তারপরও মৃত্যুর কারন নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/এএম