ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই সিপন জানান, মহাসড়কের শহীদনগর এলাকায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী গাড়ীর চাপায় কুমিল্লার হোমনা উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ মোজ্জামেল হকের পুত্র, শাহাবাজ মোল্লা ১০ মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এএ