নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান শেখকে (৩২) ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হাসান কুচিয়াবাড়ীয়া গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, হাসান শেখ মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ইতোপূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেফতার করেছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ