চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের মূল্য তিন কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক সাঈদ খান দর্শনা থানা এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাম মন্ডলের ছেলে।
৫৮ বিজিবি ব্যাটালয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল বুধবার সকালে উথলী এলাকায় অবস্থান নেয়। এসময় দর্শনা অভিমুখে যাওয়া সন্দেহভাজন একটি মোটর সাইকেলে থাকা সাঈদ খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম।
বিজিবি সহকারী পরিচালক আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো। এ বিষয়ে আটক সাঈদ খানকে দর্শনা থানার সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ