ফেনীতে ১০০ পিস ইয়াবাসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের সদর হাসপাতাল মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের উত্তর পাশ থেকে বুধবার ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটন (২৪), ছাপওয়ান বিন এনায়েত রাফি (২১) ও কাজী মোবাসির নুর অর্ণবকে (২২) পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওসমান গনি লিটন ফেনী পৌর এলাকার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের বিরিঞ্চি এলাকার বাসিন্দা। ছাপওয়ান বিন এনায়েত রাফি (২১) ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর শহরের কদল গাজী রোডের বাসিন্দা। কাজী মোবাসির নুর অর্ণব সাবেক ছাত্রলীগ নেতা ও তিনি একই এলাকার বাসিন্দা। এছাড়া তিনি হত্যা মামলার আসামি। তাদেরকে গ্রেফতারের সময় পুলিশ মাদক বহনকরা দুইটি মোটরসাইকেলও জব্দ করে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সদীপ কুমার দাশ তিনজনকে ইয়াবাসহ আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, লিটন ও রাফি দুইজনকে দুই মাস আগে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। অর্ণবের সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল