গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের শিকার হয়ে এক নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ধর্ষক সাদা মিয়াকে আটক করে পুলিশ ।
আটককৃত ধর্ষক হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা থানার চকদাতিয়া গ্রামের আকিম উদ্দিন মন্ডলের ছেলে সাদা মিয়া (৫৫)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষণকারী সাদা মিয়া ও ধর্ষণের শিকার ও্ই নারী উপজেলার পূর্ব মৌচাক এলাকায় ফকরুল ইসলামের একই বাসায় ভাড়ায় বসবাস করতেন। আগে থেকেই পরিচিত থাকায় ওই নারী ধর্ষণকারী সাদা মিয়ার দোকানে আসা যাওয়া করত। অভিযুক্ত সাদা মিয়া গত আট মাস আগে তার দোকানের ভিতরের নিয়ে ধর্ষণ করে। পরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে সাদা মিয়া। শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সন্দেহ হলে তার পরিবারের লোকজন তাকে উপজেলার মৌচাক পপুলার হসপিটালে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে সে আট মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েকে পারিবারে লোকজিজ্ঞাসা করলে সে মেয়ে বলে, তাকে সাদা মিয়া ধর্ষণ করে আট মাস আগে। এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ ধর্ষক সাদা মিয়াকে আটক করে। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণকারী সাদা মিয়াকে গ্রেফতার করে বুধবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম