বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কালিরখাল খাল থেকে সাফিয়া (৫০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্বার করেছে পুলিশ।
বুধবার সকালে বাড়ি থেকে ১০০ থেকে ১৫০ গজ দূরে জলাবদ্ধ কালিরখালে মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী। থানায় খবর দিলে বেলা ২টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্বার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশ।
তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, মৃতদেহ উদ্বার করে সুরতহাল করার সময় শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল