পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে আব্দুল মোতালেব বেপারি (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় পাশে থাকা একটি মহিষও মারা যায়।
বুধবার বিকালে নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামে আকস্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকার গ্রাম পুলিশ চুন্নু বেপারির বাবা তেতুলিয়া নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। এ সময় পাশে থাকা একটি মহিষও মারা যায়।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিন বলেন, খবর পেয়ে ওই জেলেকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল