৬ এপ্রিল, ২০২৩ ২০:২৭

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

তরিকুল ইসলাম সুমন

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে (৪২) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করেছে দলীয় পতিপক্ষরা। বুধবার দিনগত রাত ১০টার দিকে পৌর শহরের তমালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাসেল ডালী সুমনকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের পুত্র। তার নামে থানায় একাদিক বিভিন্ন মামলা রয়েছে। সুমনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
ঝালকাাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর/সার্কেল) মুহিতুল ইসলাম জানান, নিহত সুমন সাথে বালু ব্যবসা, টোল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার সূত্র ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে মামলার এজাহারে উল্লোখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন নলছিটি পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর শিউলী বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে নলছিটি থানায় ১০ জনের নাম উল্লেখ করে, আর ১০/১২ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর