সিদ্ধিরগঞ্জে সাড়ে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহ আলম (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুটির পিতা মানসিক ভারসাম্যহীন। তার মা দুই মেয়েকে সাথে নিয়ে সিদ্ধিগঞ্জের মৌচাক বসুহাজী মার্কেট এলাকার ইব্রাহীমের বাড়িতে যৌথভাবে অভিযুক্ত শাহ আলমের পরিবারের সাথে একটি রুম নিয়ে ভাড়া থাকেন। গত ২ এপ্রিল সকালে সাড়ে পাঁচ বছর ও সাড়ে তিন বছরের মেয়েদের বাসায় রেখে আশেপাশে বাসা বাড়িতে জিয়ের কাজ করতে যান। এসময় অভিযুক্ত শাহ আলম একা পেয়ে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে শাহআলম পালিয়ে যায়। দুপুরে কাজ শেষে তার মা বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় তার মেয়েকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে পান।পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে, স্থানীয়রা পুলিশকে জানালে দুপুরে শাহআলমে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত শাহ আলম পেশায় রিকশাচালক এবং নেশাগ্রস্ত। তার পিতার নাম মৃত আবদুল হাসেম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইকনাম এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল