৮ এপ্রিল, ২০২৩ ১৬:৫৭

সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮ নম্বার খাল থেকে বনরক্ষীরা চেরা শিকারিদের আটক করে। 

এসময় আটককৃতদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, মাছ শিকারের অবৈধ নেট জাল, ড্রাম, চার পিস সুন্দরী কাঠ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে বনরক্ষীরা।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মোবারক শেখের ছেলে মো. অসীম শেখ (৩৫), একই উপজেলার দক্ষিন কানমারি গ্রামের খলিল শিকারির ছেলে মো জাকির হোসেন শিকারি (৩৪) ও চিলা গ্রামের মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠাবার প্রস্তুতি চলছে বলে জাানায় বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, অবৈধ ভাবে সুন্দরবনের অভ্যন্তরে ঢুকে হরিণ শিকার ও মাছ শিকারের পায়তারা করছিল তিন হরিণ শিকারি। গোপন সংবাদের ভিত্তিতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮ নম্বার খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে প্রবেশের কোন পাশ-পারমিট ছিল না বলে জানান এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর