৮ এপ্রিল, ২০২৩ ১৮:৪৪

বাগেরহাটে বিএনপির দুই নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বিএনপির দুই নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

বাগেরহাটের বিভিন্ন উপজেলায় শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত উপজেলার ফয়লা ও কাজী জাহিদুল ইসলামকে ঝনঝনিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই দুই নেতাকে ২০২২ সালে ফকিরহাট থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নিদের্শ দেয়।  

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম জানান, ১০ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি বানচাল করতে আগের দিন রাতে পুলিশ রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলামের রামপালের বাড়িসহ বিভিন্ন উপজেলার দলীয় নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। দলীয় নের্তৃবৃন্দের বাড়ীতে বাড়ীতে তল্লাশির তীব্র নিন্দা ও গ্রেফতার দুই নেতার মুক্তির দাবী জানান তিনি। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর