বান্দরবানে ছিনতাই ও মাদক মামলার আসামি রকি বড়ুয়া (২৫) এবং মো. এমরানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। লিডার রকি বড়ুয়া ও তার গ্যাং দীর্ঘদিন ধরে সুয়ালকস্থ বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় দিনেরাতে ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল।
শনিবার সকালে বান্দরবান সদর থানায় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সুয়ালকের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রকি বড়ুয়া ও তার গ্যাংদের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় ৯টি ছিনতাই, চুরি ও মাদক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, সদরের সুয়ালকস্থ বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস এলাকায় দিনে-রাতে নিয়মিত ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলো রকি ও তার গ্যাং। গত ৩০ মার্চ সুয়ালকে এক ছিনতাই ঘটনাকে কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রকি বড়ুয়া ও তার গ্যাং এর নাম উঠে আসে। এরপর থেকে পুলিশ তাদেরকে খুঁজতে তল্লাশী অভিযান শুরু করে। গ্যাং এর বাকি সদস্যদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম