শরীয়তপুরের গোসাইরহাটে পানিতে ডুবে মো. আরমান হোসেন (২), নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম আরমান হোসেন (২)। সে গোসাইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. মনির হোসেনের ছেলে৷
মনির হোসেন গোসাইরহাট উপজেলার স্থানীয় ডিস ব্যবসায়ীর লাইনম্যান হিসাবে কাজ করতেন৷ তার দুই সন্তানের মধ্যে আরমান বড় ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির উঠানে খেলা করছিলো আরমান। দীর্ঘ সময় আরমানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন৷ এক পর্যায়ে তাকে বাড়ির পাশের ডোবায় পানিতে ভাসতে দেখতে পায় আরমানকে তার বাবা মনির হোসেন এরপরে তাকে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত শিশুটির বাবা মনির হোসেন (৩০), জানান, আমি সকালে ঘুম থেকে উঠে আরমান কোথায় জানতে চাইলে ওর মা বলে আরমান খেলতেছে, এ কথা শুনে আমি হাত মুখ ধোয়ার জন্য পুকুর পাড়ে যাই৷ হঠাৎ করে বাড়ীর পাশের ডোবার দিকে আমার চোখ যায়, এসময় দেখি আমার ছেলে পানিতে ভাসতাছে এরপরে আমি চিৎকার করতে থাকি আশপাশের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার বলেন, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ পরিবারের কাছে দাফন করার জন্য হস্থান্তর করা হয়েছে৷ পরিবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ