১০ এপ্রিল, ২০২৩ ১৭:৪৫

জয়পুরহাটে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার

জয়পুরহাটে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার

ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের সব মসজিদের দুই শতাধিক ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব।

সোমবার সকালে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তিনি নিজে দুই শতাধিক ইমাম, মুয়াজ্জিন খতিবদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব বলেন, প্রতি বছরের মতো এবারও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন খতিবদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে আরও কাজ করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি, সবাই সেই দোয়া করবেন।

এ সময় জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন, আক্কেলপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদিম, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল সোনার ও ইউপি সদস্য বিপুল চন্দ্র সাইদুল ইসলাম সানু উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর