দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত রায় (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত প্রশান্ত রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর কলেজমোড় বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কুলছাত্র প্রশান্ত রায়ের বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সে নিহত হয়।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন