১১ এপ্রিল, ২০২৩ ১৮:১৮

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহত, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহত, থানায় অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোরশিদুল হক নামে এক সরকারি কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে আহত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার রাত ১১টার দিকে দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের খালেক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন সরকারি কর্মচারি মোরশিদুল হক।
আহত মোরশিদুল হক (৩৬) উপজেলার উত্তর দলগ্রাম বরন্তর এলাকার আব্দুস সামদের ছেলে, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত

জানা গেছে, আহত মোরশিদুল হক পরিবার পরিকল্পনা লালমনিরহাটের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত। স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পদ পদবী নিয়ে স্থানীয় মোজহারুল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে  পূর্ব পরিকল্পিতভাবে গতকাল রাতে কালভৈরব বাজারে মোজহারুল, মাজেদুল, মোখলেছার এবং নায়েব আলীসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন মোরশিদুলের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এতে আহত হয়ে মাটিতে পড়ে যায় মোরশিদুল । পরে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। 

আহত মোরশিদুল হক বলেন, প্রকাশ্যে ভরা বাজারে মোজহারুলসহ সকল হামলাকারীরা দলবদ্ধ হয়ে আমাকে মাজেদুলের হুকুমে এলোপাতারি মারধর করে। হামলার ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কিংবা মামলা করলে তোকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা।

এ বিষয়  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর