বরগুনা শহরে প্রখর রোদের তাপে কমলেশ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) এ ঘটনা ঘটে। মৃত কমলেশের বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি ২৫ বছর ধরে বরগুনা শহরে শ্রমিকের কাজ করে আসছিলেন।
ঘটনার দিন বিকেলে সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিন পাশে প্লোল্টি ফার্মের গাড়ি থেকে মুরগি নামানোর সময় কমলেশ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তৃব্যরত মেডিকেল অফিসার ডা. তানিয়া পারভীন ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ