ফরিদপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ডিজিটাল নথি(ডি-নথি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। প্রোগ্রামার অফিসার মাহামুদুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিও) বিপুল চন্দ্র দাস।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের ৪০জন কর্মকর্তা ও কর্মচারী এ প্রশিক্ষণে অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন