চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটী সীমান্ত এলাকায় র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারীর গডফাদার শফিকুল ইসলাম ওরফে লাদেনকে আটক করা হয়েছে।
আটককৃত শফিকুল ইসলাম লাদেন হচ্ছেন, সদর উপজেলার কোদালকাটী জেলেপাড়া গ্রামের মৃত আব্দুর রজ্জাকের ছেলে। আজ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে কোদালকাটী সীমান্ত এলাকায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।
এসময় তিনি বলেন, এর আগের ওই এলাকায় তিন বার অভিযান চালানো হলেও তা ব্যর্থ হয়। কিন্তু আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা হওয়ায় ৫৩ বিজিবির সহায়তায় আসামির বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ির টয়লেটের টাংকির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামি শফিকুল ইসলাম ওরফে লাদেনকে আটক করা হয়।
আটককৃত লাদেনের বিরুদ্ধে আগের চারটি মাদক মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল