যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস আর নেই। ৬৬ বছর বয়সে বুধবার রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা সুুকুমার দাস বেশকিছুদিন ধরে হার্টে ব্লকজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি খুলনা সিটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়। ৯ এপ্রিল যশোর ফিরে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন।
সুকুমার দাসের শ্যালক পান্না লাল দে জানান, চিকিৎসার পর দাদা ভালোই ছিলেন। কিন্তু বুধবার রাতে তিনি খাট থেকে নীচে পড়ে যান। এরপর দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের সাংস্কৃতিক অঙ্গনের অতিপরিচিত মুখ সুকুমার দাসের মৃত্যুর খবর শুনে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ হাসপাতালে ছুটে যান। তার মৃত্যুতে যশোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল