১৩ এপ্রিল, ২০২৩ ১৬:৩৫

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম ঝাপড়া (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ইউপি সদস্য আলম ঝাপড়া হচ্ছেন জেরার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর লাকার আবুল ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে নবাব মোড়ে ৭-৮ জন দুর্বৃত্ত এসে আলম ঝাপড়াকে কুপাতে থাকে। এক পর্যায়ে  তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর  আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা যান তিনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর