গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রাম থেকে বুধবার রাতে একটি হত্যা মামলার পলাতক আসামি আব্দুল হামিদকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১৩ এর আভিযানিক দল। যাতায়াতের রাস্তা নিয়ে সুন্দরগঞ্জের উত্তর শ্রীপুর গ্রামের সোহেল রানার সাথে প্রতিবেশী আব্দুল হামিদের বিরোধের জেরে সোহেল রানাকে মারপিট ও মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল হামিদসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হলে আব্দুল হামিদ আত্মগোপনে চলে যান।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেনেন্ট মাহমুদ বশির আহমেদ জানান, যাতায়াতের রাস্তা নিয়ে সুন্দরগঞ্জের শ্রীপুর গ্রামের সোহেল রানার সাথে প্রতিবেশি আসামি আব্দুল হামিদের বিরোধ ছিল। বিরোধের জেরে এই বছরের ১৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিতভাবে সোহেল রানাকে লাঠি, ছোড়া এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি সোহেল রানা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এতে সোহেল রানার স্ত্রী সুন্দরগঞ্জ থানায় আব্দুল হামিদসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি আব্দুল হামিদ আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সুন্দরগঞ্জের সীচা নামক এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ নিজেকে এই মামলার আসামি বলে স্বীকার করেছে। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ