দিনাজপুরের বিরলে অটোবাইক উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে বিরল পৌর শহরের থানা সড়কে এই ঘটনাটি ঘটেছে। নিহত যাত্রী মাসুদ (৫০) বিরল উপজেলার রাণীপুকুর ইউপির কাজিপাড়া বিলাইমারি গ্রামের সমশের আলীর পুত্র ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ৮টার দিকে বিরল পৌর শহরের অভিমুখে যাবার সময় সামনে হঠাৎ একটি অটোবাইক উল্টে যায়। এসময় অটোবাইক চালক মজিবর রহমান (৪৫) ও যাত্রী মাসুদ (৫০) আহত হয়।এসময় আশপাশের দোকানদারেরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মাসুদকে মৃত ঘোষণা করেন ও চালক মজিবরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিরল থানার এসআই হাসান ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ