গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বাজারের এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউদ্দিন শফির সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য মাহবুবুল আলম শুক্কুর, মো. আব্দুর রহিম খান কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল