বাগেরহাটের মোরেলগঞ্জে হাওয়া বেগম (৪২) নামে এক গৃহিনীর লাশ বাগানে পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ৭টার দিকে মহিশপুরা গ্রামের হাফিজ তালুকদারের বাগানে পাওয়া যায় তার লাশ। হাওয়া বেগম কিশোরগঞ্জের কটিয়াদি গ্রামের সত্তার শেখের স্ত্রী। সে গত ২১ মার্চ কটিয়াদি থেকে মোরেলগঞ্জে ভাই দেলোয়ার শেখের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাগানে পাওয়া যায় তার লাশ।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। হাওয়া বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ