বগুড়ায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ সুমনা বেগম (২২) গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের রংমিস্ত্রি রুবেল মিয়ার স্ত্রী।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রেল লাইনের মাঝখান দিয়ে হেঁটে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন সুমনা। এ সময় বগুড়া থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম