রংপুর নগরীর সিও বাজার কেল্লাবন হাজিপাড়ায় এলাকায় কার্ভাডভ্যানের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেল্লাবন এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে আবু তালেব (৫৫) বাই-সাইকেলযোগে বাজারে আসছিল। এসময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী কাভার্টভ্যানটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন।
মেট্রোপলিটন কোতয়ালী থানার (ওসি) হোসেন আলী দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্টভ্যানটি আটক করা হয়েছে। চালককে খোঁজা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম