কক্সবাজারের টেকনাফে ৮৫ বোতল বিদেশি মদ ও ৯৮৭ ক্যান বিয়ারসহ রবিউল আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার মাদকদ্রব্যসহ আটক ও পলাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম