পিরোজপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম হোসেন, পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী। এসময় পিরোজপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত