কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় একজন নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একজন নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামিদের হেফাজতে থাকা শপিং ব্যাগ থেকে সর্বমোট ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিদের পরিচয় হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সিকদার পাড়ার মৃত নূর বশরের ছেলে মো. সাকের (২০) ও একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী জিন্নাত আরা বেগম (২৫) বলে জানা যায়।
উদ্ধার মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই