বাংলা বর্ষবরণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
অন্যদিকে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর নেতৃত্বে কাল্টেরেট চত্ত্বর হতে মঙ্গল শোভাযাত্রাটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্ত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রমূখ।
এছাড়াও জেলার সবকটি বিদ্যালয়ে বর্ষবরণের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ