ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছরকে। আজ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি বরণ করে নেওয়া হয়। সেখান থেকে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু,জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ, সদর পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ