মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নেত্রকোনায় বর্ষবরণ উদযাপিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ মঙ্গল শোভাযাত্রায় অংশ্রহণ করে।
প্রায় আধা কিলোমিটারজুড়ে শোভাযাত্রায় গানের সাথে সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে বর্ষবরণের উৎসব পালন করে জেলাবাসী।
শোভাযাত্রাটি পুরাতন কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নববর্ষের শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠের মুক্তমনা মঞ্চে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন।
সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
এদিকে পহেলা বৈশাখে মাঠের বট তলায় মাটির তৈরি খেলনা নিয়ে বসে মৃৎ শিল্পীরা। এছাড়া শীতল পাটিসহ নানা ধরনের পোশাক, বিভিন্ন দোকানও বসে। বিন্নি ধানের খইসহ মিষ্টি, হাতি-ঘোড়াও দেখা যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল