নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০।
শুক্রবার ১৪ এপ্রিল সকালে প্রেসক্লাব চত্বরে পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে।
বাঙালি ছাড়াও মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি কর্মীরা এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়ায় এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
মঙ্গল শোভাযাত্রায় পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট (কেএসআই) মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/নাজমুল