১৬ এপ্রিল, ২০২৩ ১৭:০৬

কালিয়াকৈরে চেক ও ঢেউটিন বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে চেক ও ঢেউটিন বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হলরুমে রবিবার দুপুরে ২০২২ ও ২০২৩ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক দ্বিতীয় পর্যায় বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ২৬ লাখ ৫৮ হাজার ৬৩৪ টাকা চেক  ও বিশ বান ডেউটিন বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর