রাজধানী ঢাকার মার্কেটগুলোতে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে জয়পুরহাট প্রশাসন। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের নিউ মার্কেটে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন, জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী বলেন, নিউ মার্কেটে তেমন কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আগুন কীভাবে লাগে, কেন দ্রুত ছড়ায় ও ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত মার্কেটের ব্যবসায়ীদের কী করতে হবে-এসব বিষয়ে মহড়া শুরু করা হয়। সেখানে প্রতীকী অর্থে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনার সফলতা তুলে ধরা হয়।জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, সম্প্রতি সারাদেশে তীব্র দাবদাহ চলছে, আর এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা অহরহ ঘটছে। যেখানে-সেখানে ধূমপান করা চলবে না। মশার কয়েল ব্যবহার না করা, নিউ মার্কেটকে নো স্মোকিং জোন করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই