শিরোনাম
১৮ এপ্রিল, ২০২৩ ১৬:৫৩

বহির্বিশ্বে কলকাতা মিশনে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

দীপক দেবনাথ, কলকাতা

বহির্বিশ্বে কলকাতা মিশনে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন দিবস পালন করল কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। ১৯৭১ সালে ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পর দিন ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের মিশনটি বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে। ঐদিন দুপুর ১২ টা ৪১ মিনিটে কলকাতা মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল। 

ঐতিহাসিক সেই দিনটিকেই মঙ্গলবার স্মরণ করলো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কলকাতার ৯ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণীতে অবস্থিত উপহাইকমিশন প্রাঙ্গণের চারপাশ প্রদক্ষিণ করেন উপ-হাইকমিশনের কর্মকর্তারা। পতাকার চার কোণে মিশনের চার জন প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো: আব্দুস সোবহান মন্ডল এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন ছিলেন এবং মাঝে পতাকা ধরে ছিলেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। 

তাঁদের সাথেই অংশ নেন কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সাথে উপ-হাইকমিশনার দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর