নাটোরের লালপুরে এসিড নিক্ষেপ করে কাজল (২১) নামের এক যুবকের মুখমন্ডল ও শরীর ঝলসে দিয়েছে দূবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, ওই দিন রাতে কাজল তার ক্ষেতে ধান কাটার সময় অজ্ঞাত ৩ জন যবুক এসিড নিক্ষেপ করে চলে যায়। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        