টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গোলাবাড়ি সেতু এলাকার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মধুপুর থানার ওসি মো. মাজাহারুল আমিন গণমাধ্যমে জানান, সকাল সাড়ে ৮টার দিকে গোলাবাড়ি সেতুর পাশে জঙ্গলের ভিতরে প্যান্ট-শাট পরিহিত ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।বিডি প্রতিদিন/এএ