২৩ এপ্রিল, ২০২৩ ১৪:৪২

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১১ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১১ জনের লাশ উদ্ধার

উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলারটি ভেসে আসার পর রবিবার দুপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, মরদেহ আরও বাড়তে পারে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, কক্সবাজারের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে কূলে নিয়ে আসে। এরপর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। বিকেল চারটা পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো মরদেহ আছে কি না, তল্লাশি চালানো হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে ১০/১২ দিন আগে ট্রলারটি ডাকাত দলের কবলে পড়েছে। সকল মরদেহ ফিশিং ট্রলারের কোল্ডস্টোরেজের (হিমঘর) ভেতরে ছিল। কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর